ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট একটি বিধিবদ্ধ সংস্থা। ১৯৮৩ সালে মহামান্য রাষ্ট্রপতির ৬৯ নম্বর অধ্যাদেশ বলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় কল্যাণ সাধনের লক্ষ্যে ১৯৮৪ সালে এ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে উহা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮ (২০১৮ সনের ১৭নং আইন) ধারা পরিচালিত।
বৌদ্ধ ধর্মীয় উপাসনালয়ের রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য আর্থিক সহায়তা, ধর্মীয় উৎসব পালনের জন্য আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বৌদ্ধ ধর্ম চর্চার ক্ষেত্র তৈরী, সামগ্রিক উন্নয়ন, উপাসনালয়ের পবিত্রতা রক্ষা প্রভৃতি কার্যাবলী যথাযথভাবে সম্পাদনের লক্ষ্যে ট্রাস্টি বোর্ড যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে থাকেন। বর্তমানে ট্রাস্টের কার্যক্রম ও কর্ম-তৎপরতা ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। এর ফলে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার বৃদ্ধি পেয়েছে।